ডেস্ক রিপোর্ট::  ২০২৪ বিদায় হয়ে চলে এল নতুন বছর। অন্য সবার মতো ২০২৫ কে স্বাগত জানাতে নানান আয়োজনে ব্যস্তু ছিলেন বিভিন্ন ইন্ডাস্ট্রিজের তারকারাও। তাদের অনেকে পরিবার, বন্ধু এমনকি প্রিয় মানুষকে নিয়েও নতুন বছরটি শুরু করেছেন।

তবে লাভ বার্ডসদের ব্যাপার ভিন্ন। যেমন, একে অপরকে জড়িয়ে ধরে নতুন বছরের পথচলা শুরু করেছেন ওপার বাংলার তারকা দম্পতি সোহিনী সরকার ও শোভন গাঙ্গুলী। ভাগ করে নিয়েছেন তাদের বিশেষ মুহূর্তের ছবি।

মধ্যরাতেই সামাজিক মাধ্যমে নিজেদের ছবি ভাগ করে নেন সোহিনী-শোভন। ছবিতে রংমিলান্ততে ধরা দেন তারা। দুজনের পরেছিলেন সাদা শার্ট। একেবারে হালকা মেকআপে দেখা যায় সোহিনীকে।

প্রথম ছবিতে একে অপরকে জড়িয়ে সেলফি তুলতে দেখা গেছে তাদের। পরের ছবিতে সোহিনীর কপালে মিষ্টি করে চুমু খেতে দেখা যায় শোভনকে। স্বামীর ভালোবাসায় বুঁদ হয়েছিলেন নায়িকা।

মিষ্টি মুহূর্তের এই ছবি ইন্সটাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে শোভন ক্যাপশনে লেখেন, ‘নতুন বছর, ভালোবাসার’।

তাদের ছবি প্রকাশ্যে আসতেই ভক্তরা ভালোবাসায় ভরে দিয়েছেন তাদের। একজন লেখেন, ‘একে অপরের জন্য শুধু তৈরি।’ অনেকে আবার শোভনের আগের সব সম্পর্কের পরিণতি দেখে তাদের কটাক্ষও করেছেন। অভিনেত্রীকে সতর্ক করে একজন বলেছেন, ‘শুভ নববর্ষ দিদি। তবে সতর্ক থাকুন, কিছু মাসের মধ্যেই বুঝতে পারবেন।’

২০২৪-এ বিয়ে করেছেন সোহিনী-শোভন। তাদের বিয়েতে কোনও এলাহি আয়োজনও ছিল না। কাছের মানুষদের নিয়েই সেরেছিলেন উদ্‌যাপন। দুজনের সম্পর্কের বয়স বেশিদিনের নয়। ২০২৩-এ শুরু হয়েছিল তাদের সম্পর্ক। তবে সোহিনী শোভনের চেয়ে বয়সে বড়, কিন্তু কত বড় তা নিয়ে দ্বিমত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here