প্রধান বিরোধী দল দাবি, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আগে কোন কিছুই তাদের কাছে গ্রহণযোগ্য হবেনা৷ জবাবে আইনমন্ত্রী বলেছেন, অতীতে কখনোই এতো স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন গঠন হয়নি৷
জবাবে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, অতীতে কখনোই এতো স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেয়া হয়নি৷ এবারই প্রথম রাষ্ট্রপতি সব দলের সঙ্গে আলোচনা করে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছেন৷ বিরোধী দলের এটা মেনে নেয়া উচিত৷ তিনি বলেন, আর নির্বাচন কমিশনের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার মিলিয়ে ফেলা উচিত নয়৷ তাতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে৷
নিয়ম অনুযায়ী, সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের প্রতিটি পদের বিপরীতে দু’জন করে ব্যক্তির নাম প্রস্তাব করবে৷ রাষ্ট্রপতি তাদের মধ্য থেকেই নির্বাচন কমিশন গঠন করবেন৷
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার