ডেস্ক রিপোর্ট:: নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র আত্মপ্রকাশ ঘটেছে। বুধবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে।
শিক্ষা-শক্তি-মুক্তির স্লোগান সামনে রেখে একটি রাজনৈতিক প্রজন্ম গড়ে তুলতে, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি, একটি জাতীয় শিক্ষা আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া এবং রাজনৈতিক পরিসর নির্মাণ ও নাগরিকমুখী রাজনীতির মাধ্যমে সামাজিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে নতুন এ ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তারা জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী মধুর ক্যান্টিনে বেলা ১১টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেওয়ায় স্থান পরিবর্তন করে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়। ডাকসুর সাবেক সমাজকল্যাণ সম্পাদক আখতার হোসেনকে আহ্বায়ক ও মো. নাহিদ ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট এক বছর মেয়াদি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
তাছাড়া ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার সাবেক সভাপতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আহ্বায়ক ও মো. আবু বাকের মজুমদারকে সদস্য সচিব করে ৩৩ সদস্যবিশিষ্ট তিন মাস মেয়াদি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।