কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কটিয়াদীতে যুবলীগ নেতা নজরুল হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড, অনাদায়ে আরও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক আ.ম.মো. সাঈদ এই রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামীরা হচ্ছেন, কটিয়াদী উপজেলার দেবালের কান্দা গ্রামের রুনু মিয়ার পুত্র মামুন ও বাগহাটা গ্রামের নুরম্নল ইসলামের ছেলে জিলান। আসামীরা বর্তমানে কারাগারে বন্দি রয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ৪ অক্টোবর রাতে পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা কটিয়াদী উপজেলার মানিকখালী বাজারের পাশে নির্জন স্থানে নজরুলকে শ্বাসরোধ ও রগ কেটে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার পরদিন নিহতের ভাই সামাদ বাদী হয়ে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ২০১২ সালের ১৯ জানুয়ারী আদালতে চার্জশীট দাখিল করেন। গতকাল মঙ্গলবার আদালতে সাড়্গ্য জেরা শেষে আসামীদের যাবজ্জীবন কারাদ- দেয়া হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক ও আসামীপক্ষে এ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস মামলাটি পরিচালনা করেন।

রুমন চক্রবর্ত্তী/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here