বলিউডের আইটেম গার্ল কোয়েনা মিত্র হলিউডের কাজ নিয়েই মত্ত। হলিউডের দুটি ছবিতে  চুক্তিবদ্ধ  হয়েছেন এ অভিনেত্রী। হলিউড ছবির প্রচারের জন্য কিছুদিন আগেই একটি নগ্ন ফটোশুট করেছেন তিনি। আর তা নিয়েই বলিউড পাড়ায় বেশ আলোচিত-সমালোচিত হয়েছিলেন কোয়েনা। কারণ, ওই ছবি বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছিলো। হলিউড ছবিতে অভিনয়ে কোয়েনার এমন প্রচারে অবাক হয়েছিলেন সবাই। তবে তার কাজে বেশ খুশি প্রযোজক কারিন আরমস্ট্রং। কারণ শুধু প্রচারণায়ই নয়, এ ছবির বেশ কিছু দৃশ্যেও নগ্নভাবে হাজির হচ্ছেন কোয়েনা। আর এ ধরনের দৃশ্যে অভিনয়ে একেবারেই সাবলীল মনে হয়েছে তাকে। বেশ শৈল্পিকভাবেই ফুটিয়ে তোলা হচ্ছে কোয়েনার এই নগ্ন দৃশ্যগুলোকে। এর বাইরে কয়েকটি বিছানাদৃশ্যে হলিউডের অভিষেক এ ছবিতে ক্যামেরাবন্দি হবেন তিনি। নাম ঠিক না হওয়া এ ছবির শুটিং শুর হয়েছে গত মাসেই। ছবিতে কোয়েনা অভিনয় করছেন মিলস ও কেফের বিপরীতে।বিষয়টি নিয়ে নিজের টুইটার একাউন্টেও অনুভূতি শেয়ার করেছেন কোয়েনা। এ বিষয়ে তিনি লিখেছেন, অনেক এনজয় করছি ছবিটির শুটিং করতে। বিশেষ করে বিশাল এবং ভিন্নধর্মী সেটগুলোতে কাজ করতে অনেক ভাল লাগছে। সবাই অনেক কো-অপারেটিভ। সেই ছবিগুলো খুব শিগগিরই আপলোড করবো আমার ভক্তদের জন্য।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/বিনোদন নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here