ইউনিলিভার বাংলাদেশ লিঃ এর যশোরের নওয়াপাড়া শাখার জুনিয়র সেলস অফিসারকে ছুরিকাঘাত করে ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে মনিরামপুরের চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী একাধিক মামলার আসামী তৌহিদুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় মনিরামপুর উপজেলার খানপুর ঋষিপাড়ার মোড় নামক স্থানে হুসাইনের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এব্যাপারে মনিরামপুর থানায় মামলা দায়ের হলেও অজ্ঞাতকারনে থানা পুলিশ তৌহিদুলকে আটক করছেনা বলে ইউনিলিভার কর্তৃপক্ষের অভিযোগ। এ ঘটনার পর থেকে ইইনলিভার অভয়নগরের নওয়াপাড়া শাখার কর্মকর্তাদের মাঝে চরম আতংক ও ক্ষোভ বিরাজ করছে। জানাগেছে, ইউনিলিভার বাংলাদেশ লিঃ এর নওয়াপাড়া শাখার জুনিয়র সেলস্ অফিসার যশোর নিউমার্কেট এলাকার মশিউর রহমানের ছেলে সাইফুজ্জামান মিঠু (২৯) গত মঙ্গলবার সন্ধ্যায় মনিরামপুর বাজারের বিভিন্ন দোকান থেকে কালেকশন শেষে নওয়াপাড়া অফিসে ফেরার সময় মনিরামপুরের খানপুর এলাকার ঋষিপাড়া মোড়ে হুসাইনের দোকানের সামনে পৌছালে ওই এলাকার মৃত- নজরুল ইসলামের ছেলে চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামী তৌহিদুল ইসলামসহ ৮/১০ জন ছিনতাইকারী তার গতিরোধ করে তার নিকট থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় সাইফুল বাধা দিলে ছিনতাইকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে তার পেটে ছুরি মারতে উদ্দত হয়। সাইফুল সাহসীকতার সাথে ছুরিটা ডান হাত দিয়ে ধরে ফেলে এতে তার ডান হাতের তিনটি আঙ্গুল কেটে মারত্মকভাবে আহত হয় এবং বৃদ্ধা আঙ্গুলটি ঝুলতে থাকে। এ সুযোগে ছিনতাইকারীরা তার কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ইউনিলিভার বাংলাদেশ লিঃ এর নওয়াপাড়া শাখার কর্মকর্তারা খবর পেয়ে তার নিরাপত্তার স্বার্থে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে মনিরামপুর থানায় তৌহিদুল ইসলামসহ অজ্ঞাতনামা ৮/১০ জনের নামে ছিনতাই মামলা হয়েছে। ইউনিলিভার বাংলাদেশ লিঃ এর নওয়াপাড়া শাখার কর্মকর্তাদের অভিযোগ মামলার পরও পুলিশ ছিনতাইকারী তৌহিদুলসহ তার সাঙ্গ পাঙ্গদের আটক করছেনা এবং ছিনতাইকৃত টাকা উদ্ধারে তৎপরতা দেখাচ্ছেনা।
এব্যাপারে মনিরামপুর থানার অফিসার্স ইনচার্জের সাথে তার ব্যবহৃত ০১৭১৩-৩৭৪১৬৫ নম্বরে যোগাযোগ করা হলে তিনি ছিনতাইয়ের ঘটনা স্বিকার করে বলেন, থানায় মামলা হয়েছে। তৌহিদুলকে ধরার জোর প্রচেষ্টা চলছে। তাকে গ্রেফতারের জন্য সকল অফিসারকে নির্দেশ দিয়েছি। এসময় তিনি তৌহিদুল ইসলামের নামে চুরি ছিনতাইসহ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান।
্উনাইটেড নিউজ ২৪ ডট কম/সিরাজুল ইসলাম সিরাজ/যশোর