যশোর অঞ্চল শিল্প শহর নওয়াপাড়ায় জাহিদ হত্যার প্রতিবাদে, সকাল-সন্ধ্যা হরতাল পালিত। প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার সহ ছিনতাইকৃত টাকা উদ্ধারের দাবীতে এ হরতালের ডাক দেয় নওয়াপাড়া ও অভয়নগরের সর্ব স্তরের ব্যসায়ীরা। হরতাল সফল করার লক্ষ্যে রোববার সকালে নওয়াপাড়া সার সিমেন্ট ও খাদ্য শষ্য ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ব্যবসায়ীক নেতা আলহাজ্ব শাহ জালাল হোসেনের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয় এবং হরতালের পক্ষে একটি বিক্ষোভ মিছিল নওয়াপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। গত ১৩ ডিসেম্বর দুপুরে মেসার্স শোভন ট্রেডার্সের ম্যানেজার জাহিদুল ইসলাম নওয়াপাড়া ইসলামী ব্যাংক শাখা হতে ৫ লাখ টাকা নিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় উত্তরা ব্যাংকের নিকট পৌছালে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা ওকাছে থাকা ৫ লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ীরা হত্যাকারীদের ফাসির দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলন সংগ্রাম করে আসছে। গত ২৮ ডিসেম্বর নওয়াপাড়ার ব্যবসায়ীরা ওই একই দাবীতে অর্ধ দিবস ধর্মঘট পালন সহ যশোর-খুলনা মহা সড়কের নুরবাগ নামক স্থানে প্রতিবাদ সমাবেশ করে। ওই প্রতিবাদ সমাবেশ থেকে ব্যবসায়ীরা জাহিদ হত্যার মুল হোতাদের আটক করতে না পারায় তারা ২ জানুয়ারী হরতালের ডাক দেয়। পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দহে ৩ জনকে আটক করলেও মুল হোতাদের আটক ওছিনতাই হওয়া টাকা উদ্ধার করতে পারে নাই। নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ জালাল হোসেন বলেন, “জাহিদ হত্যাকারীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যহত থাকবে, সন্ত্রাসীদের দৌরাত্বর কারণে বর্তমানে নওয়াপাড়ার ব্যবসায়ীরা চরম আতংকের মধ্যে তাদের ব্যবসা বানিজ্য পরিচালনা করছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সিরাজুল ইসলাম সিরাজ/যশোর