শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি ::

যশোরের অভয়নগর নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের ভোট গ্রহন হয়েছে। আজ শুক্রবার (২৯জুলাই) নওয়াপাড়া হিজবুল্লাহ দাখিল মাদ্রাসায় সকাল ১১টাই ভোট গ্রহণ শুরু হয়। জুম্মার নামাজের জন্য একঘন্টা বিরতি দিয়ে পুনরায়  বিকাল ৫টা পর্যন্ত  ভোট গ্রহণ চলে।

নির্বাচন কমিশন মিজানুর রহমান খানের সূত্রে জানা যায় , এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬৫৮জন। এর মধ্যে কাস্টিং ভোট ৪২৪।

ভোট গণনা শেষে নির্বাচন কমিশন বিজয়ীদের নাম ঘোষণা করেন, সভাপতি পদে আফজাল হোসেন ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান লিটু পেয়েছেন ৫৮ ভোট, রাজু আহমেদ সাধারণ সম্পাদক পদে ৩০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দবির উদ্দিন মোল্ল্যা পেয়েছেন ১০০ভোট, সাংগঠনিক সম্পাদক পদে কাওছার আহমেদ ৩২২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহিদ শেখ পেয়েছেন ৭৮ ভোট।

উল্লেখ্য এবারের ৪নং ওয়ার্ড বিএনপির নির্বাচনে দু’টি প্যানেলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনার মিজানুর রহমান খান ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বক্তব্যে বিজয়ী ও পরাজিত উভয়ের উদ্দেশ্যে বলেন একে অপরকে সাথে নিয়ে আগামীতে দলের যে কোন ধরনের আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করেন বলে আহবান করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here