তন্ময় ভৌমিক, নওগাঁ
নওগাঁ পৌর এলাকায় জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত পৌরসভার সড়ক দখল করে বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ হলেও রহস্যজনক ভাবে পৌর কর্তৃপক্ষের নিরবতা জনসাধারনের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দীর্ঘ প্রায় ৩ মাস সময় ধরে ক্ষমতাসীন এক সাবেক ইউপি চেয়ারম্যান পার-নওগাঁ বয়েজ হোম পাড়ার সড়কের জায়গা দখল করে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। আর এই অবৈধ নির্মাণ কাজ বন্ধের জন্য দফায় দফায় পৌরসভার মেয়রের কাছে এলাকাবাসী অভিযোগ দাখিল করলেও টনক নড়েনি পৌর কর্তৃপক্ষের। গত ৩ মাসে দখলকৃত ওই স’ান পরিদর্শনের সময় হয়নি নওগাঁর পৌরসভার মেয়র নজমুল হক সনি, ওয়ার্ড কাউন্সিলর ফারুকুজ্জামান ফারুক ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী গুরুদাস দত্তের। এতে পৌর কর্তৃপক্ষের দায়িত্বশীলতা ও কার্যক্রম সম্পর্কে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীদের অভিযোগে জানা গেছে, পার-নওগাঁ বয়েজহোম পাড়ায় রানীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আ‘লীগের অন্যতম নেতা মোঃ আব্দুর রহমান ১৯৮৮ সালে বাড়ী নির্মাণ করে বসবাস শুরু করেন। দীর্ঘ ২৩ বছর ধরে তার তিন তলা বাড়ীর সামনের অংশ ছিল ফাঁকা। কিন’ আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে শুরু হয় ক্ষমতার দাপট। আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর পরই তিনি বাড়ীর সামনের পৌরসভার ফাঁকা স’ানে প্রথমে অস’াীয় ভাবে নির্মাণ করে গাড়ীর সেড। ৩ বছর যেতে না যেতেই পৌর কর্তৃপক্ষকে ম্যানেজ করে কোন প্রকার প্ল্যান পাস করা ছাড়াই ওই অস’ায়ী গাড়ীর সেড ভেঙ্গে আরসিসি পিলার দিয়ে শুরু করে তিনতলা বাড়ীর সামনের অংশের নির্মাণ কাজ। বাড়ীর সামনের অংশ নির্মানের ক্ষেত্রে সাবেক ওই ইউপি চেয়ারম্যান পৌরবিধি অনুযায়ী জমি না ছেড়ে উপরোন- দখল করেছে পৌরসভার সড়ক। এছাড়াও সড়কের উপরে নির্মাণ করেছে তার বাড়ীর পানি নিস্কাসনের পাকা ড্রেন। এখনও নির্মাণ কাজ অব্যাহত রয়েছে।
পৌরসভার সড়ক দখল করে ভবন নির্মাণ চলাকালে এলাকাবাসীর পক্ষে বেশ কয়েক জন এ কাজ বন্ধ করার জন্য পৌরসভার মেয়র নজমুল হক সনি বরাবর আবেদন জানান। পৌর মেয়র মোঃ নজমুল হক সনি নিজেই ঘটনাস’ল পরিদর্শন করে দখলকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস’া গ্রহন করবেন এমনটাই দাবী ছিল এলাকাবাসীর। কিন’ বার বার পৌর মেয়রের স্বরনাপন্ন হলেও গত ৩ মাসে পৌর মেয়রের সময়ই হয়নি ঘটনাস’ল পরিদর্শন করার। যার ফলশ্রুতিতে তিন তলা বিশিষ্ট ভবন নিমার্ণ শেষে এখন পৌরসভার সড়কের উপর নির্মাণ করা হয়েছে পাকা ড্রেন।
এদিকে, পৌরসভার জায়গা দখল করে অবৈধ স’াপনা নির্মাণকারী আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, পৌরবিধি অনুসারে ৮ ফুট জায়গা ছেড়ে তিনি তার ভবন নির্মাণ করছেন। তিনি দাবী করেন যে, চলাচলের সড়ক তার জমির উপরই নির্মাণ করা হয়েছে।
এ ব্যাপারে নওগাঁ পৌরসভার মেয়র মোঃ নজমুল হক সনির সাথে কথা বলা হলে তিনি সাংবাদিকদের জানান, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দেখার জন্য পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ফারুকুজ্জামান ফারুকসহ একটি টিমকে দায়িত্ব দেয়া হয়েছে। পৌর টিমের পক্ষে পৌরসভার কার্য সহকারী খোরশেদ আলম বাদী হয়ে অবৈধ স’াপনা ভেঙ্গে ফেলার জন্য গত ১৫ দিন আগে একটি নোটিশ প্রদান করেছেন। তিনি বলেন, অবিলম্বে যদি নির্মাণকারী পৌরসভার স’ান থেকে অবৈধ স’াপনা সরিয়ে না নেন তাহলে পৌরবিধি অনুযায়ী ওই অবৈধ স’াপনা ভেঙ্গে ফেলাসহ সকল প্রকার ব্যবস’া গ্রহন করা হবে।