নওগাঁ জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ৩৭ হাজার ২শ ১৮ জন ছাত্রছাত্রী কৃতকার্য হয়েছে। কৃতকার্যের হার শতকরা ৯৭ দশমিক ৫৩ ভাগ। ইবতেদায়ী সমাপনী পরক্ষায় কৃতকার্য হয়েছে ৪ হাজার ৮শ ৭৯ জন। পাশের হার শতকরা ৯৫ ভাগ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম নবী জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ বছর অংশ গ্রহণ করে মোট ৩৮ হাজার ৩শ ৯০ জন ছাত্রছাত্রী। কৃতকার্যদের মধ্যে ছাত্র ১৭ হাজার ১শ ৮৬ এবং ছাত্রী ২০ হাজার ৩২ জন।  এ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা ১ হাজার ৪শ ৮৩ জন। ইবতেদায়ী পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যা ৫ হাজার ৫শ ৯৬ জন। এ পরীক্ষায় কৃতকার্যদের জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। এর মধ্যে ছাত্র ১৫ জন এবং ছাত্রী ৪ জন। প্রাথমিক সমাপনী পরীক্ষায় জেলায় সর্বোচ্চ সংখ্যক ছাত্রছাত্রী পাশ করেছে ধামইরহাট উপজেলায়। এ উপজেলায় পাশের হার শতকরা ৯৯ দশমিক ৮৩ ভাগ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তন্ময় ভৌমিক/নওগাঁ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here