নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বুধবার দুপুরে দলবদ্ধ প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ১০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে দিলবর রহমান (৩০), সিমালী বেগম (২৫), আঞ্জুমানা আরা (২০) ও নাদিরাকে (৩) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারপিটের ঘটনায় পুলিশ ৪ মহিলাসহ ১১ জনকে আটক করেছে। এ ঘটনায় রাত সাড়ে ৮ টায় এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে মহাদেবপুর থানার ওসি মাহমুদুল আলম জানান।

এলাকাবাসি ও ওসি জানান, উপজেলার উত্তরগ্রামের মৃত জফের আলীর ছেলে দিলবর আলীর সাথে জমি নিয়ে একই গ্রামের আহাদ আলীর বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে বুধবার দুপুরে আহাদ আলী ও তার লোকজন নিয়ে দলবদ্ধ হয়ে ৩টি মোটর সাইকেলযোগে ফিল্ম স্টাইলে দিলবর আলীর বাড়ীতে হামলা চালায়। এতে দিলবর আলীর পবিরবারে ৭ সদস্যসহ ১০ জন আহত হয়। এ হামলার খবর গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসী তাদের ধাওয়া করলে ও তাদের ব্যবহৃত মোটর সাইকেল ফেলে আহাদ আলীর মাটির দোতালা বাড়ীতে আশ্রয় নেয়। এ সময় উত্তেজিত গ্রামবাসী মোটর সাইকেল গুলো ভাংচুর করে ওই বাড়িটি ঘেরাও করে রাখে।

খবর পেয়ে বিকেল ৫টার দিকে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, সার্কেল এএসপি শরিফ উদ্দীন ও মহাদেবপুর থানার ওসি মাহমুদুল আলম দাঙ্গা পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ সময় আহাদ আলীর বাড়ি থেকে লুকিয়ে থাকা দলবদ্ধদের আটক করেন। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আটককৃতরা হলো একই গ্রামের আহাদ আলী , শহিদুল ইসলাম , অহিদুল ইসলাম, তহিদ ইসলাম , সুফিয়া বেগম, সুমি, ডলি বেগম , সাথী, শিবরামপুর গ্রামের ফিরোজ আহমেদ , মোঃ মিঠু ও মান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল মোল্লা।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তন্ময়  ভৌমিক/নওগাঁ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here