নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার রাতে পাষন্ড স্বামী, শ্বাশুড়ী ও ননদের অমানুষিক নির্যাতনে এক গৃহবধুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মহাদেবপুর থানার ওসি মাহমুদুল আলম জানান, উপজেলার শেরপুর কুরারী পাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে হামিদুর রহমানের সাথে একই জেলার ধামইরহাট উপজেলার ফতেপুর বিহারীনগর গ্রামের আব্দুল কুদ্দুসের কন্যা তামান্না খাতুনের (২২) এর সাথে ৪ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তামান্না অসুন্দরী হওয়ার অভিযোগ তুলে এই বিয়ে মেনে নিতে পারেনি তামান্নার স্বামী, শ্বাশুড়ী হামিদা বেওয়া ও ননদ বেবি খাতুন। তারা প্রায় তামান্নাকে শারীরিকভাবে অমানুষিক নির্যাতন করত এবং অসুন্দরী হওয়ায় বিভিন্ন ভাষায় ভৎসনা করত বলে তামান্নার বাবা জানান।
ঘটনার রাতে হামিদুর তার শ্বশুর বাড়ীতে মোবাইল ফোনের মাধ্যমে জানান তামান্নার ডায়রিয়া হয়েছে। তাকে দেখতে চাইলে তাড়াতাড়ি আসতে হবে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে শ্বশুর বাড়ীর লোকজন ও গ্রামবাসীরা এসে হামিদুরের বাড়ীর মধ্যের একটি গোয়াল ঘরে তামান্নার ঝুলে থাকা লাশ দেখতে পান।
এ খবর পেয়ে থানার এসআই মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শুক্রবার রাতে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
ওসি মাহমুদুল আলম আরো জানান, তামান্নার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে। এটি আত্নহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা ময়না তদন্ত শেষে পাওয়া যাবে। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তন্ময় ভৌমিক/নওগাঁ