নওগাঁর মান্দায় পূর্বশত্রুতার জের ধরে গত সোমবার রাত বাদী ও স্বাক্ষীদের ঘরবাড়ী ভাংচুর, লুটপাটসহ প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে ২১জনকে আসামী করে মঙ্গলবার সন্ধ্যায় একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার ছোট বেলালদহ গ্রামের মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে মান্দা থানায় মামলাটি দায়ের করেন।
প্রত্যক্ষদর্শী ও মামলা সুত্রে জানা গেছে, গত ইউপি নির্বাচনে প্রতিপক্ষ মেম্বার প্রার্থী একই ওয়ার্ডের বড় বেলালদহ গ্রামের প্রার্থী মোঃ আক্কাস আলীর বিপক্ষে নির্বাচনে অংশগ্রহন করায় মামলার ওই আসামীগণ মোঃ সাইফুল ইসলামকে হেনস্থা ও বিভিন্নভাবে হুমকি প্রদান করছিল। এরই ধারাবাহিকতায় ওই গ্রামের আসামীগণ বাদীর ও বাদীর লোকজানের গত ১৮অক্টোবর বাড়ীঘর ভাংচুর ও বিভিন্ন জিনিস পত্র লুটতরাজ করার অভিযোগে সাইফুল ইসলামের ছোট ভাই মোঃ রেজাউল করিম মান্দা থানায় গত ২০অক্টোবর ৩৬জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলাটি বিচারাধীন রয়েছে। ওই মামলার আসামীগণ গত ১১ডিসেম্বর নওগাঁ আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত ৫জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। এতে জহিরুল ইসলাম, নইমুদ্দিনসহ কতিপয় আসামীগণ বাদী ও বাদী পক্ষের লোকজনের উপর উত্তেজিত হয়ে খুন, জখম করাসহ অপূরণীয় ক্ষতি সাধনের হুমকি দেন। পর দিন ১২ডিসেম্বর বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে পুনরায় সংঘবদ্ধ হয়ে ওই গ্রামের মৃত নিরু মন্ডলের ছেলে মোঃ জহিরুল ইসলাম ও মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে ও হুকুমে মামলা আসামীগণ দেশীয় বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে সোমবার রাত ৯টার দিকে বাদী সাইফুল ইসলাম,স্বাক্ষী ফজলুল হক ও আব্দুল কুদ্দুসের বাড়ীতে হামলা চালিয়ে নগদ টাকা, দরজা-জানালা, টিভি ভাংচুর, লুটতরাজসহ ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে মামলায় উল্লেখ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত জহিরুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান ,তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়।
এ ব্যাপারে মান্দা থানার ওসি আব্দুলাহ হিল বাকি থানায় মামলা দায়ের কথা স্বীকার করে বলেন, তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তন্ময় ভৌমিক/নওগাঁ