ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি ::
নওগাঁর পত্নীতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ বালক অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের সমাপনি খেলায় ট্রাইবেকারে নজিপুর পৌর সভা বিজয়ী হয়েছে ।
পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর শেখ রাসেল ষ্টেডিয়ামে শনিবার বিকেলে অনুষ্ঠিত উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নওগাঁ-২ এর সাংসদ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার।
এসময় উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, নজিপুর পৌর মেয়র আলহাজ্ব রেজাউল কবির চৌধুরী বাবু, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, সাবিনা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ সূধীজন প্রমূখ।
উক্ত ফাইনাল খেলায় নজিপুর পৌর সভা একাদশ নজিপুর ইউনিয়ন একাদশকে ট্রাইবেকারের মাধ্যমে ৭ – ৬ গোলে পরাজিত করে বিজয়ী হয়। টুর্নামেন্টে নজিপুর পৌরসভাসহ ১১ ইউপির সর্বমোট ১২টি দল অংশ গ্রহণ করে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here