ব্রেলভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ::
নওগাঁর পত্নীতলায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে, খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় মাসকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রণোদনার সার ও বীজ কৃষকদের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পারভেজ মোশারফ, উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান সহ সাংবাদিকবৃন্দ, সুধীজন প্রমূখ।
এসময় উপজেলার ২শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেককে ৫ কেজি মাসকলাই বীজ, ১ কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here