নওগাঁর নিয়ামতপুরে বুধবার রাতে মাদক দ্রব্য সেবনের দায়ে উপজেলার ৯ জনকে দুই মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
দন্ডাদেশ প্রাপ্তরা হলো উপজেলার খড়কাডাঙ্গ গ্রামের সোহরাব হোমেনের ছেলে শহিদুল ইসলাম (৩২) ও শরিফুল ইসলাম (৩০), বালাহৈর গ্রামের সওদাগর রবি দাসের ছেলে রাজ কুমার (২৬) নিমদীঘি গ্রামের পরেশ কর্মকারের ছেলে মনু কর্মকার (২৮), ধর্মপুর গ্রামের আইন উদ্দীনের ছেলে খাইরুল ইসলাম (২৯), আব্দুল মালেকের ছেলে আক্তার হোসেন (৩০), বিনোদ মাহাতোর ছেলে রামপদ মাহাতো (৩০), বালকাপাড়া শ্রীমন্তপুর গ্রামের কৃষ্ণরবি দাসের ছেলে নিপেন রবিদাস (২৮), মাদারীপুর গ্রামের মুখলালের ছেলে নিকাত্ত কুমার (২৬)।
নিয়ামতপুর থানা ওসি সাফিউল আলম জানান, বুধবার সন্ধ্যা থেকে রাত ৮ পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে হয়। এ সময় মদ পান করে মাতলামী করছিল এবং তাদের কাছ থেকে চোলাইমদ তৈরীর প্রায় ৫০লিটার উপকরণ, ৮লিটার মদ ও ৫০গ্রাম গাঁজা জব্দ করে থানায় নিয়ে আসা হয়। পরে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে ভ্রাম্যমান আদালত বসিয়ে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাত ৯ টার দিকে প্রত্যককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। কারাদন্ডাপ্রাপ্তদের বৃহস্পতিবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তন্ময় ভৌমিক/নওগাঁ