নওগাঁ জেলার রানীনগর রেল ষ্টেশনের উত্তর পাশে রেল লাইনের পাশে থেকে শনিবার সকাল ১১ টায় হারুনূর রশিদ (২৭) নামে এক গার্মেন্টস কর্মী যুবকের লাশ উদ্ধার করেছে রেল পুলিশ ।

নিহত হারুন গাইবান্দা জেলার পলাশবাড়ী উপজেলার জবরজানি গ্রামের বাবু মিয়ার ছেলে। সে নারায়নগঞ্জ শহরের একটি গার্মেন্টসে চাকুরি করতো। ঈদের ছুটিতে পরিবারের সকলকে নিয়ে ঈদ করতে শুক্রবার দিবাগত রাতে জীবনের ঝুকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী হয়ে সে বাড়ি ফিরছিলো।

রানীনগর রেল ষ্টেশন মাষ্টার মোজাফফর হোসেন জানান, ‘সকালে লাইনের উপর হারুনের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দিলে তা উদ্ধার করা হয়। নিহত হারুনের পরনে থাকা প্যান্টের পকেটে পাওয়া মোবাইল ফোন থেকে পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে।’

এদিকে ঈদে বাড়ি যাবার জন্য ট্রেনের ছাদে উঠে যাত্রাকালে রাতের কোন এক সময় ষ্টেশনের ওভার ব্রীজের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে ঘুমন্ত অবস্থায় ট্রেনের ছাদ থেকে পড়ে হারুন নিহত হতে পারে বলে ধারনা করছেন ষ্টেশন মাষ্টার। সান্তাহার জি আরপি  ওসি জসিম উদ্দিন জানান, এ ব্যাপারে জি আর পি থানায় একটি অ-স্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তন্ময় ভৌমিক/নওগাঁ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here