আগামীকাল রিলিজ হচ্ছে ‘ক্যাপ্টেন কুল’-এর বায়োপিক, নীরজ পাণ্ডে পারিচালিত, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। ভারতের সঙ্গে একই দিনে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল পাকিস্তানেও। কিন্তু পাকিস্তানের ফিল্ম ডিস্ট্রিবিউটররা সিদ্ধান্ত নিয়েছেন, এই ছবি সে দেশে রিলিজ করা হবে না।
পাক ফিল্ম ডিস্ট্রিবিউশন কোম্পানি ‘আইএমজিসি গ্লোবাল এন্টার্টেইনমেন্ট’-এর চেয়ারম্যান সে দেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান টেনশনের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন পাকিস্তানি ফিল্ম ডিস্ট্রিবিউটররা।’
তবে আইএমজিসি গ্লোবাল এন্টার্টেইনমেন্ট-এর পক্ষ থেকে যা-ই বলা হোক না কেন, অনেকেই মনে করছেন এই সিদ্ধান্তের পেছনে আরও সুনির্দিষ্ট কারণ লুকিয়ে রয়েছে।