বিনোদন প্রতিনিধি ::
তিনি পেশাদার পরিচালক নই, তবে পেশাদার চলচ্চিত্র প্রযোজক। বলছি ধীমন বড়ুয়ার কথা। সম্প্রতি তিনি পদ্মাবতী নামের একটি সিনেমা পরিচালনা করার ঘোষনা দিয়েছেন এবং কেন্দ্রীয় চরিত্রের জন্য চিত্রনায়িকা জলি কে চুক্তিবদ্ধ করেছেন। সিনেমা র্নিমাণ করার প্রস্তুতি হিসেবে বেশ কয়েকটি নাটক তৈরি করেছেন তিনি। পদ্মাবতীর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মনজুরুল ইসলাম মেঘ। প্রযোজনা করছে বিডি ইন্টারটেইনমেন্ট।
পদ্মাবতী সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা জলি রহমান। ‘অঙ্গার’, ‘নিয়তি’ ও ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমায় অনবদ্য অভিনয় করে প্রশংসিত হন এই চিত্রনায়িকা।
ধীমন বড়ুয়া জানান পদ্মাবতী চিত্রনাট্য লেখার পর মনে হয়েছে, সমকালীন দর্শক যা চায়, তার অনেক উপাদান আছে এতে। সিনেমার পর্দায় গল্প যদি পরিকল্পনা মাফিক তুলে ধরা যায়, তাহলে ভালো কিছু হতে পারে। সেই বিশ্বাস নিয়েই এখন কাজ করে যাচ্ছি। ‘ভালো কিছু করে দেখানোর বাসনা থেকেই সিনেমা পরিচালনায় আসা। পরিচালক হিসেবে সাফল্য পেলে নিয়মিত চলচ্চিত্র নির্মাণের ইচ্ছা আছে ।
এদিকে ধীমন বড়ুয়া প্রযোজিত আলী আজাদ পরিচালিত ‘পদ্মাপাড়ি’ সিনেমা সম্প্রতি সেন্সর সনদ পেয়েছ। এটি মুক্তি পাচ্ছে ২৯ ডিসেম্বর।