টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পৌর শহরের নিউ মার্কেটের সামনে মধুপুর-জামালপুর মহাসড়কে মিনি ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে তারই চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মঙ্গলবার ধনবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোশারফ হেসেন (৩৪)-এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ড্রাইভার ও হেলপার সবার অলক্ষ্যে পালিয়ে গেলেও ধনবাড়ী থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, নিহত মোশারফ হোসেন সড়কের পাশের আন-নূর জামে মসজিদ থেকে যোহরের নামাজ আদায় শেষে রাস্তা পার হয়ে তার রড-সিমেন্ট ও টেলিকমের দোকানে আসার সময় জামালপুরগমী ঢাকা মেট্রো-ন-১৬-০৯২৬ নম্বরের মিনি ট্রাকটি পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা লেগে তিনি রাস্তায় পড়ে গেলে ঘাতক মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়েই তার মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় ট্রাকের চতুর ড্রইভার ও হেলপার সবার অলক্ষ্যে ট্রাক ফেলে পালিয়ে যায়। সংবাদ পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ট্রাকটি আটক করে। এ ব্যাপারে ধনবাড়ী থানায় যোগাযোগ করলে তিনি জানান, নিহতের পরিবার এ ব্যাপারে মামলা দায়ের করতে রাজি নয়। তারা ঊর্ধতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছে।

ইউনাইটড  নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার সিফাত/টাঙ্গাইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here