কুষ্টিয়ার দৌলতপুরে আব্দুর রহিম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীর তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকাল তিনটার দিকে উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মন্ডল এ রায় দেয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দুপুরে এক বোতল ফেনসিডিলসহ রহিম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতে হাজির দৌলতপুর থানা পুলিশ। ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মন্ডল উপস্থিত স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমান শেষে রহিমকে তিন মাসের কারাদন্ডের রায় দেন। অপরদিকে রোববার দুপুর দেড়টার সময় পার্শ্ববর্তী মিরপুর উপজেলার গোয়াবাড়ি গ্রামের হায়দার আলী ছেলে হাসমত আলী (২৮) ও আবু বক্করের ছেলে হামিদ (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে উপজেলার আড়িয়া ইউনিয়ন পরিষদের বড়গাংদিয়া এলাকা থেকে আড়াই’শ গ্রাম গাঁজাসহ আটক করে।

ভ্রাম্যমান আদালতে হাজির করে দৌলতপুর থানা পুলিশ। ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মন্ডল উপস্থিত স্বাক্ষীদের স্বাক্ষ্য ও প্রমান শেষে দুই মাদক ব্যবসায়ীকে দুই মাস করে কারাদন্ড দেয়া হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here