কুষ্টিয়ার দৌলতপুরে সুজন (১৫) নামে এক হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে উপজেলার মথুরাপুর বাজারের আব্বাস হোটেলে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, রাত ১১ টার দিকে থালা বাসন ধুয়া নিয়ে হোটেল এন্ড রেষ্টুরেন্টের কর্মচারী সুজনের সঙ্গে হোটেল মালিক আব্বাস উদ্দিনের ভাগ্নে রাজনের কথা কাটাকাটির এক পর্যায়ে রাজন লাঠি দিয়ে হোটেল কর্মচারী সুজনের মাথা ও শরীরে আঘাত করলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সুজনের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। এঘটনায় থানায় মামলা হয়েছে। তবে হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

-ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here