যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রাগপুর ও রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দৌলতপুর সড়কের উভয় পার্শ্বে সহস্রাধিক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মী হাতে হাত রেখে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচীতে অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাংসদ পুত্র এজাজ আহমেদ মামুন, দৌলতপুর যুবলীগ নেতা মফিদুল ইসলাম, আব্দুল মান্নান, গোলাম কিবরিয়া মেঘা, ওয়াজেদ আলী ও ছাত্রলীগ নেতা আব্দুল কাদের প্রমুখ। নেতৃবৃন্দ মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধী ঘাতক রাজাকার, আলবদর ও আলসামসদের দ্রুত বিচার বাস্তবায়নের দাবি জানান।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here