কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মঙ্গলবার গভীর রাতে এক মুক্তিযোদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে সন্ত্রাসীরা। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, উপজেলার গোয়াল গ্রাম এলাকার মুক্তিযোদ্ধা খবির উদ্দিন (৬৫) একই গ্রামের পাইকপাড়া মাঠে জনৈক বজলুর রহমানের স্যালো মেশিন পাহারা দেয়ার জন্য এশার নামাজের পর যথারীতি বাড়ি থেকে বের হন।
ওই মেশিন ঘরে তাকে কে বা কারা গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। সকালে এলাকাবাসী মুক্তিযোদ্ধা খবির উদ্দিনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত খবির উদ্দিন দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামের মৃত খোদা বকস্ মোল্লার ছেলে। খবির উদ্দিন একই গ্রামের বজলুর রহমানের স্যালো মেশিনর ঘরে দীর্ঘদিন ধরে নৈশ প্রহরীরর কাজ করে আসছিল।
তবে এ হত্যাকাণ্ডের কোনো রহস্য উদঘাটন ও সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া