কুষ্টিয়ার দৌলতপুরে তিনটি টাইম বোমাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর দু’টার সময় উপজেলার বৈরাগীরচর বাজারে অভিযান চালিয়ে ভ্যানের উপর রাখা ব্যাগের ভিতর থেকে বোমা তিনটি উদ্ধার করেছে। এ সময় পুলিশ ভ্যান চালক বাবুল ও বোমা বহনকারী খবির উদ্দিনকে আটক করে। দৌলতপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল বৈরাগীরচর বাজারে অভিযান চালিয়ে ভ্যান যোগে বোমাগুলি বহনকালে বোমাসহ দু’জনকে আটক করে। বড় ধরণের নাশকতা সৃষ্টির জন্য বোমাগুলো অন্যত্র পাচার করা হচ্ছিল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। আটক বোমা বহনকারীরা হচ্ছে উপজেলার হোগলবাড়িয়া ইউপি’র মসলেমপুর গ্রামের খবির উদ্দিন (৩২) ও ভ্যান চালক বাবলু (৩৫)। বোমা তিনটি এক সঙ্গে বাঁধা এবং তার সঙ্গে টাইম ঘড়ি সংযুক্ত করা ছিল।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া