কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় জামালপুর সীমান্তের ১৫৩-২ (এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৩২ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ জামালপুর বিওপি’র অধিনায়ক নায়েক সুবেদার রাজ্জাক এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন পশ্চিবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক সাব ইন্সপেক্টর বিলায়েত আজমাল। প্রায় ঘন্টা ব্যাপী পতাকা বৈঠকে চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশীদের দেখামাত্র গুলি না করা, সীমান্ত সংলগ্ন জমির ফসল কর্তন না করাসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পতাকা বৈঠক চলাকালে উভয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here