কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অবৈধ সার ডিলার নিয়োগের ২ বছর অতিবাহিত হলেও ডিলারশীপ বাতিলে কোন উদ্দ্যোগ নেয়া হয়নি। জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় এসব অবৈধ সার ডিলার নিয়োগ বাতিলে একাধিক বার এ সংক্রান্ত বিষয়ে সভার সভাপতি জেলা প্রশাসক তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেও অজ্ঞাত কারনে তার নির্দেশ কাগুঁজে নির্দেশই রয়ে গেছে। অবৈধ সার ডিলারদের নিকট থেকে মোটা অংকের নগদ নারায়ণ গ্রহণ করে সব কিছু ধামা দেয়ার অভিযোগের আঙ্গুল তুলেছে ব্যবসায়ী মীর আবু আব্দুল্লাহ হিল হোসাইন বুলবুল দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। জানা যায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এবং বর্তমান সরকারের প্রথম দিকে দু পর্যায়ে বিশেষ কিছু শর্তে উপজেলা পর্যায়ে সার ডিলার নিয়োগ দেয়ার বিজ্ঞপ্তি দেয়া হয়। সে সময় সুচতুর কিছু ব্যক্তি সরকারী বিধি উপেক্ষা করে জেলা প্রশাসন বরাবর মিথ্যা তথ্য দিয়ে শানত্ম ট্রেডার্স, ইউনিভার্সেল,পদ্মা ট্রেডিং, মেসার্স আমিরুল ইসলাম, জাকারিয়া ট্রেডার্স, মেসার্স গোলাম রহমান, গ্রীণ এন্টারপ্রাইজ, আলমগীর ট্রেডার্স, মেসার্স মহসিন আলী ও মেসার্স আসাদুল হক ডিলারশীপ বাগিয়ে নেন। সে সময় তাদের ডিলারশীপ নিয়োগ কে কেন্দ্র করে জেলা উপজেলায় ব্যবসায়ী মহলে নিন্দার ঝড় উঠে। ফলে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক ডিলারশীপ নিয়োগ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। সে তদনত্ম তীমিরেই রয়ে যায়। এদিকে বিষয়টি উপজেলা ব্যবসায়ীদের ভাবিয়ে তোলে। তারা জেলা প্রশাসক বরাবর আবারো তদনেত্মর জন্য আবেদন করেন। জেলা প্রশাসক জেপ্রকু/সাধা-২০/বিবিধ-৫/বিঃঅভিযোগ/২০০৬/১৪২৪(যুক্ত) তাং-২১/১২/২০০৯ইং স্মারকে আবারো পুনঃতদনেত্মর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। তিনি তদন্তের পরিবর্তে অভিযুক্তদের সাথে শলা পরামর্শ করে আবেদনকারীর সকল প্রমাণাদী গোপন রেখে অভিযোগকারীর অভিযোগ সঠিক না বলে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় সভাপতি বরাবর প্রেরণ করেন। এ ব্যাপারে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোঃ মোসত্মফা কামালের সাথে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন অভিযোগকারীর অভিযোগ হাতে পেয়ে একাধিকবার তদন্ত করা হয়েছে তার অভিযোগের কোন প্রমান পাওয়া যায়নি।  অভিযোগকারীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট প্রমানীত হয়েছে। সরকারী শর্ত ও বিধি মেনেই উপজেলা ও জেলা প্রশাসন নানান ধরনের যাচাই-বাছাই করে বিসিআইসি পাঠানো হয়েছে এবং বিসিআইসি এসব সার ডিলার নিয়োগ দিয়েছে। নিয়োগ ও বাতিলের এখতিয়ার সম্পূর্ন বিসিআইসি কর্তৃপক্ষের ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here