কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউপি’র ঝাউদিয়া বাজারের ৪৬ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। দৌলতপুর-মিরপুর সড়ক সংলগ্ন ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের জমিতে অবৈধভাবে গড়ে উঠা স্থানীয় আওয়ামীলীগ ক্যাডার রানা, শিহাবুল রাজু, শাহীন গংদের ৪৬ টি স্থাপনা ভেঙ্গে ফেলার জন্য এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ জেলা শিক্ষা অফিসার বরাবর আবেদন করেন।
এরই প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও প্রথম শ্রেণীর ম্যজিষ্ট্রেট ইকবাল আক্তার এর নির্দেশে বৃহস্পতিবার বেলা ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়ে ৪৬ টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এসময় ঐ স্থানে বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রীর ছবি ফেলে রেখে ঐ আওয়ামীলীগ ক্যাডাররা বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া