কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান বাবু সহ তার পরিবারের ৫ সদস্যের যানাজা শেষে বুধবার বেলা ২টায় উপজেলার মাঝদিয়াড় গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। যানাজায় হাজার হাজার মানুষ অংশ নেয়।
মঙ্গলবার বিকালে দুর্ঘটনার খবর দৌলতপুরে পৌছালে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। ঐ দিন রাত ১১ টায় নিহত ৫ জনের লাশ মরিচা ইউনিয়নের মাঝদিয়াড় গ্রামে নিজ বাড়িতে পৌছালে শুরু শোকের মাতম। এলাকার সর্বস্তরের মানুষ তীব্র শীত উপেক্ষা করে তাদের প্রাণপ্রিয় মানুষ বাবু চেয়ারম্যান ও তা স্বজনদের কফিনের পাশে বসে মাতম করতে থাকে। এলাকার বাতাস শোকে ভারী হয়ে উঠে। উল্লেখ্য মঙ্গলবার বেলা ৩ টার দিকে মাইক্রোবাসে করে ঢাকা যাবার পথে নাটোরের বনপাড়া হাটিকুমরুল সড়কে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে শিল্পপতি ও মরিচা ইউপির সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান বাবু (৬০) তার সহোদর আসাদুজ্জামান সাবু (৫৫) মা লুৎফন নেছা (৮৫), বোন তাহমিনা খাতুন বিউটি (৫২) ও বাবুর স্ত্রী শিখা (৪৮) অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় অলৌকিক ভাবে বাবুর বোনের নাতনি তিথিলা প্রাণে বেঁচে যায়।
শিল্পপতি বাবু সহ তার পরিবারের ৫ সদস্য নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দৌলতপুর আসনের সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য ও বি এন পি নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া