নয় ঘণ্টা বন্ধ থাকার পর আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে রোববার রাত সাড়ে ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে পড়ে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর জানান, রবিবার সন্ধ্যার পর থেকে পদ্মা-যমুনা নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। রাত ১১টার দিকে দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসা ফেরি খানজাহান আলী, কুমারী, শাহজালাল ও কেরামত আলী মাঝ নদীতে ঘন কুয়াশার কারণে আটকে যায়। এরপর ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। কুয়াশা কেটে যেতে শুরু করায় আজ সকাল আটটা ৪০ মিনিটে ফেরি চলাচল আবার শুরু করা হয়। দীর্ঘক্ষণ ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘটের মহাসড়কে তিন কিলোমিটারজুড়ে যানজট তৈরি হয়। এতে আটকে পড়ে প্রায় এক হাজার যানবাহন।

ইউনাইটেড নি্জি ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here