ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল রাত ১টা থেকে বন্ধ থাকার পর সকালে কুয়াশা কাটলে ফেরি চলাচল করতে শুরু করে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান  জানান, ঘন কুয়াশার কারণে মাস্টাররা ফেরি চালানো বিপদজ্জনক মনে করায় রাত ১টার দিকে সকল ফেরি বন্ধ করে দেওয়া হয়।

পরে কুয়াশার পরিমাণ কমে গেলে ভোর  থেকে আবার চলাচল শুরু হয়।

কুয়াশার সময় দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই শাহ আলী, মাঝনদীতে শাহ আমানত, খান জাহান আলী, পাটুরিয়া ঘাটে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কুমারী, কেরামত আলী, মতিউর রহমান, হামিদুর রহমান, শাহ জালাল আটকা পড়ে।

ফেরি চলাচল বন্ধ হওয়ায় উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে বাস-ট্রাক, প্রাইভেটকারসহ সহস্রাধিক বিভিন্ন যানবাহন। কুয়াশা ও শীতে এসব যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন বলেও তিনি জানান।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here