খুলনা : নানা আয়োজনে খুলনায় বৃহস্পতিবার বিশ্ব এইডস দিবস পালন করা হয়। স্বাস্থ্য বিভাগ এবং জিও-এনজিও নেটওয়ার্ক নগরীতে শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ২৪তম বিশ্ব এইডস দিবস উপলক্ষে সকালে শহীদ হাদিস পার্কে আলোচনা সভার আয়োজন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথির বক্তৃতায় বলেন, একমাত্র জনসচেতনতাই পারে ভয়াবহ এইডস প্রতিরোধ করতে। খুলনায় এইডস প্রতিরোধ করতে যে একশটির বেশী এনজিও কাজ করছে তাদের প্রতি আহবান জানিয়ে সিটি মেয়র বলেন, যে মহৎ উদ্দেশ্য নিয়ে আপনারা মাঠে নেমেছেন তা সফল করতে ন্যায় ও সৎ পথে থেকে এগিয়ে যেতে হবে এবং এইডসকে পরাজিত করতে হবে। অন্যান্য বক্তারা বলেন, আমাদের দেশে এইডস’র বিস্তার ভয়ংকর না হলেও প্রতিবেশী দেশগুলোতে বিস্তারের হার অনেক বেশী। প্রতিবেশী দেশ হতে যাতে এইডস আমাদের দেশে ছড়াতে না পারে তার জন্য আত্মনিয়ন্ত্রণ ও সংযম পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. গোলাম মোর্ত্তুজা শিকদার। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য (সংরক্ষিত) নুর আফরোজ আলী এবং জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার। স্বাগত বক্তৃতা করেন স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডা. গৌর প্রিয় মজুমদার। ১৯৮৮ সাল হতে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। এবছর দিবসটির শ্লোগান, এইচআইভি সংক্রমণ ও এইডস মৃত্যু নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই, এই আমাদের অঙ্গীকার। আলোচনা সভায় সিভিল সার্জন জানান ২০১০ সাল পর্যন্ত দেশে এইডস রোগীর সংখ্যা দুই হাজার ৮৮ জন। এ পর্যন্ত মারা গেছে ২৪১ জন। খুলনাতে এ পর্যন্ত ১০৬ জন রোগী আক্রান্ত হয়েছে, যার মধ্যে ২৪ জন ইতোমধ্যে মারা গেছে। জীবিত রোগীর মধ্যে ৩৫জন পুরুষ, ৪০জন মহিলা এবং সাতজন শিশু। ২০১১ সালে নতুন করে ১৫জন এইডস আক্রান্ত হয় এবং পাঁচ জন মারা যায়। এছাড়া চার জন নতুন রোগী পাওয়া গেছে যারা প্রতিবেশী দেশে থাকে এবং মাঝে মধ্যে খুলনাতে আসে। দেশে প্রথম ১৯৮৯ সালে এইডস রোগী শনাক্ত করা হয়। আলোচনা সভার পূর্বে সকালে সিটি মেয়রের নেতৃত্বে সার্কিট হাউজ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি শহীদ হাদিস পার্কে এসে শেষ হয়। আলোচনা সভা শেষে হাসিদ পার্কে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নওগাঁ : বর্ণাঢ়্য র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নওগাঁয় বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পুরাতন হাসপাতাল চত্ত্বরে জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম র্যালীর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসকের নেতৃত্ব র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন শেষে সদর হাসপাতালে এসে শেষ হয়। এ সময় সিভিল সার্জন ডাঃ সোলায়মান আল ফারুক সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী এবং এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নার্সিং ট্রেনিং সেন্টার মিলনায়তনে সিভিলসার্জন ডাঃ সোলায়মান আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম প্রমূখ।
কমলগঞ্জ : বিশ্ব এইডস দিবস উপলক্ষে বৃহস্পতিবার ব্র্যাক (এডিপি) কমলগঞ্জ শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় ব্র্যাক কার্যালয় থেকে বের হওয়া র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষে উপজেলা পরিষদ হলরোমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। ব্র্যাক কর্মকর্তা কাজী আব্দুলা-আল মামুনের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জের ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওবায়েদুর রহমান,জমিলা খাতুন,নিশিতা রাণী দাস প্রমুখ।
আলীকদম : স্বাস্থ্য বিভাগের উদ্যেগে এনজিও সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস), কারিতাস, ব্র্যক, ঢাকা আহছানিয়া মিশনের সার্বিক সহাযোগীতায় বিভিন্ন আয়োজনে মধ্যদিয়ে দিবসটি পালিন হছেয়ে পার্বত্য জেলা বান্দরবানে আলীকদম উপজেলা। এইচআইভি সংক্রমণ ও এইডস মত্যু: নয় একটি আর- বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই, এই আমাদর অঙ্গীকার- এ সেস্নাগাণকে উজ্জীবিত হয়ে বর্ণাঢ্য র্যালি আলীকদমেন প্রধান প্রধান সড়ক প্রদড়্গিণ শেষে পান বাজারস্থ টাউন হলে শেষে হয়। র্যালী শেষে এক আলোচনার সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এবং সরকারী, বেসরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। সভায় বক্তারা বলেন, এইডস রোগের ড়্গতির দিকসমুহের বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে তৃণমূল পর্যায়ে জনসাধারণের মধ্যে পৌঁছিয়ে দিতে হবে। এইডস প্রতিরোধে বিষয়ে বক্তারা ধর্মীয় মূল্যবোধ ও স্বাস্থ্যবিধির উপর গুরোত্ব আরোপ করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্য বিভাগের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ মোহসিন সরদার, ইয়াছিন শরীফ চৌধুরী ও ইপসা ম্যানেজার রাশেদুল ইসলাম প্রমূখ।
নেত্রকোনা : বিশ্ব এইড্স দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোনার উদ্যোগে বৃহস্পতিবার শহরে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন হাসপাতলের সম্মেলন কড়্গে আলোচনা সভায় মিলিত হয়।
মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ আহমেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এইড্স প্রতিরোধে জনসচেতনতা বিষয়ের উপর প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনিস মাহমুদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সিভিল সার্জন ডাঃ সাহিদ উদ্দিন আহমেদ স্বপন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ বিজন কান্তি সরকার, পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডাঃ এ বি এম গোলাম ফারুক, ডাঃ নজরম্নল ইসলাম ফকির ও মিত্র বর্মন। বিকাল ৩ টায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে নেত্রকোনা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন ব্যবস্থাপক আলী আমজাদ খান আন্টু।
কুমিল্লা : প্রধান অতিথি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘কুমিল্লাকে এইডস মুক্ত রাখব এই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার’। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মুজিব রাহমান, আদর্শ সদরের উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. হাবিব আবদুল্লাহ সোহেল, সিটি কর্পোরেশনের মেডিকেল অফিস ডা. আব্দুস সামাদ ফকির, বেগম রীতা পারভিন প্রমুখ। বিভিন্ন বক্তাগণ এইডস এর বিভিন্ন তথ্য তুলে ধরে এইডস প্রতিরোধে সমন্বিত সামাজিক আন্দোলন আরো তীব্রতর করার প্রত্যয় ব্যক্ত করেন। এইডস দিবসে আলোচনা সভায় প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য হাজী আক ম বাহাউদ্দিন বাহার এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তনে এইডস দিবসে আলোচনা সভায় সিভিল সার্জন ডা. আবুল কালাম সিদ্দিক’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ নাসির উদ্দিন আহমেদ, কুমিল্লার জেলা প্রশাসক মোঃ রেজাউল আহসান, পুলিশ সুপার মোঃ মোখলেছুর রহমান, জেলা বিএমএর সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল ‘এইডস প্রতিরোধ আমাদের অঙ্গীকার। এইচআইভি সংক্রমন ও এইডস মৃত্যুঃ নয় একটিও আর। বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই, এই আমাদের অঙ্গীকার’।
এর আগে ‘বিশ্ব এইডস দিবস’ উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহের যৌথ উদ্যোগে কুমিল্লায় এইডস দিবসের বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮ টায় কুমিল্লা সদর হাসপাতাল থেকে র্যালীর উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। র্যালীটি কুমিল্লা টাউন হলে এসে শেষ হয়। এবারের র্যালীটি স্মরণ কালের সবচেয়ে বড় এইডস বিরোধী র্যালী ছিল এবং এর গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে সমাজের অবহেলিত হিজরা সমপ্রদায় স্বত:স্ফুর্তভাবে ব্যাপক অংশগ্রহণ করেন। পরে সকাল ৯টায় কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন দ্বিতীয় আরবান প্রাইমারী হেলথ কেয়ার প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ কামরুল হাসান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নিউজ ডেস্ক