স্বাধীনতার ৪০ বছর পর বিদ্যুতের আলোয় আলোকিত হলো সাতক্ষীরার আশাশুনি উপজেলার আইলা দূর্গত দুইটি গ্রাম। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল হক শনিবার সকাল ১০ টায় পলী বিদ্যুতের লাইনের সুইচ অন করে উদ্বোধন করেন এ বিদ্যুৎ সংযোগ। এর ফলে দুই গ্রামের ৯৩ জন গ্রাহক প্রাথমিক ভাবে বিদ্যুৎ সংযোগ পেয়েছেন। আইলা দূর্গত আশাশুনি উপজেলায় বিদ্যূতের আলোয় আলোকিত গ্রাম দুটি হলো চাপড়া ও বাউশুলি। গ্রাম দুটির ২ দশমিক শূন্য ৯১ কিলোমিটার বিদ্যূৎ লাইন নির্মাণ করতে সরকারের ব্যয় হয়েছে ২০ লাখ ৯১ হাজার টাকা। স্বাধীনতার ৪০ বছর পর গ্রাম দুটিতের বিদ্যূৎ পৌছানোর ফলে সেখানকার সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উলাস। আইলা দূর্গত গ্রাম দুটি ঝলসে উঠেছে বিদ্যূ পেয়ে। গ্রাম দুটির অধিকাংশ মানুষ উৎপাদনের সৈনিক কৃষক এবং সাদা সোনা চিংড়ি চাষী। বিদ্যূৎ সংযোগ স্থাপনের ফলে গ্রাম দুটি ফলে ফুলে পুস্পে ভরে উঠবে এটাই তাদের আশা। এদিকে শনিবার সকালে বিদ্যূ লাইন উদ্বোধন কালে স্বাস্থ্য মন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল হক বলেন, বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বিদ্যূৎ সমস্যার সুষ্ঠু সামাধান করেছে। দেশে বিদ্যূতের কোন ঘাটতি নেই। প্রধান মন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে কৃষকদের ভাগ্যোন্নয়নে কৃষি ভূর্তকি, সার ও কীট নাশক সরবরাহ করছে। বিদ্যূ সমস্যা নেই, লোডশেডিং নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে এনেছে। এক মুঠো সারের জন্য কৃষককে হয়রানি হতে হয় না। মন্ত্রী আরো বলেন, দেশের দক্ষিনাঞ্চলে জলাবদ্ধতা নিরসনে ২৬২ কোটি ৩১লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতাল, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন, বাইপাস সড়ক নির্মান, রেল লাইন নির্মান,ভোমরা স্থল বন্দরের আধুনিকারণ, সাতক্ষীরাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আশাশুনির মানিক খালি ব্রিজ নির্মানের কাজ শুরু হয়েছে। বন্যা পাবিত এলাকায় রাস্তা ঘাট সংস্কার ও বন্যার্তদের পুনর্বাসনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। তিনি আরও বলেন, দেশের ৬০ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পেলেও ৪০ ভাগ পায়না। সরকার এসব সুবিধা বঞ্চিতরা যাতে বিদ্যুৎ পেয়ে নিজেদের ভাগ্য বদলাতে পারে সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে ক্ষুধা দারিদ্র ও নিরক্ষার মুক্ত সত্যিকার সুখী সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ গড়ার আন্দোলনে আমাদের দলমত নির্বিশেষে কাজ করতে হবে। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার গিয়াস উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবদুস সামাদ, আ’লীগ নেতা মীর মোস্তাক আহমেদ রবি, পলী বিদ্যূতের মহা ব্যবস্থাপক যুবরাজ পাল, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমুখ।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নাজমুল হক/সাতক্ষীরা