চট্টগ্রাম প্রতিনিধি ::
বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেছেন, বাংলাদেশের সংকটে বারবার কান্ডারীর ভূমিকা পালন করেছে জিয়া পরিবার।
তিনি আজ সোমবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাটহাজারী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য র্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ব্যারিস্টার হেলাল বলেন, একাত্তরের ২৬ মার্চ-পরবর্তী ক্রান্তিকালীন সময়ে তৎকালীন মেজর জিয়া স্বাধীনতার ঘাষণা দিয়ে দেশের সর্বস্তরের মানুষকে মুক্তিযুদ্ধে যেতে যেমন উদ্বুদ্ধ করেছিলেন, তেমনি ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতির মধ্যদিয়ে ক্ষমতাসীন হয়ে তিনি আধিপত্যবাদী শক্তির বিরদ্ধে জাতীয় ঐক্য সমুন্নত রাখতেও ভূমিকা রাখেন।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরশাসক এরশাদের পতন ঘটিয়ে দেশে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। বর্তমানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে সাথে নিয়ে দেশের ক্রান্তিকালের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর ইস্পাত কঠিন নেতৃত্বে বিএনপি সুষ্ঠু ধারার রাজনীতি ধরে রাখতেও সক্ষম হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও হাটহাজারী পৌর বিএনপির আহবায়ক জাকের হোসেন’র সভাপতিত্বে এবং হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান ও হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম’র যৌথ সঞ্চালনায় এ অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ, যুগ্ম আহবায়ক ডা. রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক এমএ শুক্কুর কাউন্সিলর, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ নাছির উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা জাসাস’র সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল প্রমুখ বক্তৃতা করেন।