দেশ দেউলিয়া হওয়ার পথে মন্তব্য করে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের অর্থনীতি ক্রান্তিকাল অতিক্রম করছে। এজন্য বর্তমান সরকারের অদক্ষতাকে দায়ী করেছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে গুলশানে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, বৈদেশিক সহায়তা সংগ্রহে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের দৈনিক ব্যাংক ঋণের পরিমাণ ১৪২ কোটি টাকায় গিয়ে পৌঁছেছে। এখন উচ্চ সুদে বিদেশ থেকে ঋণ নেয়ার কথা ভাবছে।
এ সময় ১৯৭৪ সালের পর দেশে এমন অবস্থা কখনো হয়নি উল্লেখ করে তিনি বলেন, সব কিছু মিলিয়ে সরকার দেশকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিয়েছে। জনগণ আজ চরম অনিশ্চয়তায় ভুগছে। দেশের মানুষ এ অনিশ্চয়তা থেকে মুক্তি চায়।
তিনি বলেন, সরকার সর্বশেষ ১০ নভেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এছাড়া কয়েক দফায় বিদ্যুতের দামও বাড়ানো হয়েছে। এতে জনজীবনের দুর্ভোগ তীব্র আকার ধারণ করেছে।
জ্বালানি খাতে সরকারের ভ্রান্ত নীতি, অদক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সীমাহীন দুর্নীতির কারণে মূল্যবৃদ্ধির এ দায়ভার জনগণ কেন মেনে নেবে- সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন রাখেন বিরোধীদলীয় নেতা।
ঢাকা ভাগের সমালোচনা করে তিনি বলেন, বিরোধী দল ও নাগরিক সমাজের প্রবল আপত্তি সত্ত্বেও মঙ্গলবার ঢাকা সিটি করপোরেশন দুই ভাগ করার বিল জাতীয় সংসদে পাস হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা