দামবৃদ্ধি নিয়ে চিন্তা না করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪০তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

দেশের বর্তমান অর্থনৈতিক অনেক ভালো দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি এখন অনেক স্বচ্ছল। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের উন্নয়নের ধারাকে বন্ধ করে না দিলে দেশের অর্থনীতি আরো ভালো থাকতো।’

তিনি বলেন, ‘যেখানে বিশ্বব্যাপী বড় বড় দেশগুলোকে অর্থনীতি সচল রাখতে হিমশিম খেতে হচ্ছে; বাংলাদেশে তেমনটি হচ্ছে না।’

তিনি আরো বলেন, বাংলাদেশে এক লাখ ৭৭ হাজার সমবায় সমিতির সদস্য সংখ্যা হচ্ছে ৯০ লাখ। আমরা এক সাথে কাজ করলে বিপুল জনগোষ্ঠী আমাদের জীবনযাত্রার মান বদলে দিতে পারে। বিশ্বে কৃষি উৎপাদন বৃদ্ধি, পণ্যের বাজারজাত, ক্ষুদ শিল্প ও বীমা ব্যবসাসহ অর্থনৈতিক ক্ষেত্রে সমবায়ের অনেক সাফল্য রয়েছে।

বিদ্যুতের দামবৃদ্ধি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘দাম বাড়লে চিৎকার শুনি। কিন্তু বিদ্যুৎ যে উৎপাদন করতে হবে, সঞ্চালন করতে হবে, সঞ্চালন লাইন করতে হবে- তার জন্য বিরাট খরচ আছে। সে বিষয়টি কাউকে বলতে শুনি না।’

আগামী দিনে সমবায় আন্দোলনকে আরো জোরদার করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য যুব সমাজের প্রতি আহবান জানান শেখ হাসিনা।

অনুষ্ঠানের উদ্বোধন শেষে দেশের বিভিন্ন প্রান্তের সমবায় কর্মীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here