সামিন আরহাম, স্পোর্টস ডেস্ক ::

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই মুহূর্তে দেশের বেশ কয়েকটি জেলা বন্যার কবলে পড়ায় দুর্ভোগের মধ্যে পড়েছেন লাখ-লাখ মানুষ। পরিস্থিতি বিবেচনায় বন্যার্তদের পাশে প্রতিটি মানুষের দ্রুতই দাঁড়ানো উচিত বলে মনে করেন জাতীয় দলের ক্রিকেটাররা। 

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে চলমান প্রথম টেস্ট খেলছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে শরিফুল লিখেছেন, হে আল্লাহ বন্যা কবলিত মানুষের প্রতি সহায় হোন, আমিন।’

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলার জন্য বর্তমানে ইসলামাবাদে আছেন ব্যাটার তাওহিদ হৃদয়। বন্যা কবলিত মানুষের পাশে থাকতে না পারায় নিজেকে অসহায় মনে হচ্ছে তার। ফেসবুকে হৃদয় লিখেছেন, ‘কী লিখব? কী লেখা উচিত? নিজেকে অসহায় মনে হয়, যখন সরাসরি দেশের কোন দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, তারা মাঠ পর্যায়ে কাজ করবে। তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পরও পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ঔষধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন।’
তিনি আরও লিখেছেন, ‘ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করবো। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন, ইনশাল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।’

দেশে থাকলেও বন্যার্তদের পাশে থাকতে না পারায় হতাশ নুরুল হাসান সোহান। তিনি লিখেছেন, ‘এই ছবি দেখার পর নিজেকে সম্পূর্ণ অসহায় লাগছে। আল্লাহ দয়া করে বন্যার্তদের এই পরিস্থিতিতে সাহায্য করুন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here