বিএনপির গন মিছিলে সরকার পূর্ব পরিকল্পিত ভাবে গুলি ও হামলা চালিয়ে হত্যা, নির্যাতন করে দেশজুরে নৈরাজ্য সৃষ্টির এক নেক্কার জনক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির বারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির গন মিছিল ঘিরে সারা দেশে উদ্বুদ্ধ পরিস্থিতি সর্ম্পকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,সারা দেশে র্যাব পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদর যৌথ হামলায় নেতা কর্মী নিহত, আহত ও গ্রেফতার করার জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী। সরকার জনগনের সাংবিধানিক অদিকার লঙ্ঘন করে হামলা চালিয়েছে। গুলি করে বিএনপির ৩ জন নেতাকে হত্যা করেছে। এছারা সারা দেশে ১১শ৭৫ জন আহত হয়েছে যার মধ্যে আশঙ্কা জনক অবস্থায় ৩৭০ জন চিকিৎসাধীন রয়েছে। গ্রেফতার করেছে ১২শ৩৪ জন নেতা কর্মীকে।
মির্জা ফখরুল আরও বলেন, এ সরকারের হাত অতীতের মতো জনতার রক্তে রঞ্জিত। পুলিশের গুলিতে যারা নিহত হয়েছে তারা সবাই গনতন্ত্রের কর্মী। জনগন এ রক্ত বৃথা যেতে দেবে না। গনতন্ত্র পূনরুদ্ধার হবেই। সংঘাত এড়াতে পুলিশ যে সব এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে আমরা সেসব এলাকা বাদ দিয়ে গন মিছিল কর্মসূচি করেছি। কিন্তু সেখানেও হামলা নির্যাতন চলেছে।
আগামী ৩০ জানুয়ারী খালেদা জিয়ার নেতৃত্বেই নয়া পল্টন থেকে গণমিছিল অনুষ্ঠিত হবে। আশা করছি সরকারি দল অগণতান্ত্রিক আচরন প্রত্যার করে এ কর্মসূচি পালন করতে দিবে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির পক্ষ থেকে হামলা ও নির্যাতনকারী পুলিশ কর্মকর্তা ও সরকারের সংশ্লিষ্ট দোষীদের বিচার দাবী করেন এবং হত্যা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন,রহুল কবির রিজভী, নাজিম উদ্দিন আলম, শহিদ উদ্দিন চৌধুরি এ্যানি. শাম্মি আক্তার, আবদুস সালাম প্রমুখ।
ইউনাইটেডনিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার