স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু বলেছেন, “যারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে আন্দোলনের ঘোষনা দিয়েছে তাদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে আমাদের সকলকে সোচ্চার হতে হবে।
তিনি বলেন, সেনা-অভ্যুত্থান যদি আজ সফল হত তাহলে দেশের অবস্থা পাল্টে যেত। আজ আমি আপনাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পারতাম না।
গতকাল শুক্রবার ইসলামী ব্যাংকের পক্ষ থেকে পাবনার সাঁথিয়া উপজেলার বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর পক্ষ থেকে এলাকার গরীব-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি আরও বলেন, “দেশনেত্রী শেখ হাসিনা যদি তার দীর্ঘদিনের স্বপ্ন ”ভিশন ২০২১” বাস্তবায়ন করতে পারেন, তাহলে দেশে কোন সন্ত্রাস, জঙ্গীবাদ থাকবে না। দেশ সোনার বাংলা হিসেবে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।” ইসলামী ব্যাংকের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণের জন্য তিনি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এক্সিকিউ ভাইস ও ইসলামী ব্যাংক রাজশাহী জোনাল ইনচার্জ মাহফুজুর রহমান, ইসলামী ব্যাংক সাঁথিয়া শাখার ম্যানেজার ও এভিপি আব্দুর রহমান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা