Shamsuddin Hira01এখন আকাশ যেমন
শামসুদ্দিন হীরা

ভীষণ আদ্র নগর বাতাস
চুইয়ে পড়া ফোঁটা ফোঁটা বৃষ্টি
উত্তাল হাওয়ায় তিতলি রূপ
প্রতিমা আগমনের ঝড়
মায়েরা বলতেন,
পুজোতে বৃষ্টি হবে না,তা কি হয়!
মাথায় মাথায় আবৃত ছাতা
প্রতিটি বৃষ্টি ফোঁটা
বহু রঙ মেঘের শরীর বেয়ে
জানালা কার্ণিশে
টবে বেয়ে উঠা নীল অপরাজিতা
বৃষ্টিতে কামুকী হয়ে যায়।
কুঁড়ি থেকে পুষ্পভারানত
নুয়ে পড়ে সৃষ্টার বন্দনা করে
প্রতিটি ভোরে রূঢ় অশ্রু বিসর্জন
তোমরা বলো শিশির প্রলেপ।
এখন আকাশ খুব দূর্নিবার
মাথায় ছাতা নেই
কবিতার মাথায় ছাতা নেই
যে কবিতা সত্যের কথা বলবে
ভাড়া করা কাকেরা
তুমুল শোরগোল তুলে
কবিতা পাঠ বন্ধ করে দেবে
চারপাশে যতো গৃহ
কয়েদীতে ঠাসা নগর
প্রতিটি গৃহ প্রাচীর
পরিধিব্যাপি কারাগার যেন
সাগরে নিন্মচাপ
ঝিরঝিরে বৃষ্টি
জানালা খুলে দেখো
প্রতিটি নগররাস্তা বন্দিদের চলাচল
আমি তুমি সব অপরাধী
কেবল ওরা’ব্যতিত
ওদের চোখে ওদের ভাষায়
যথার্থ মর্যাদাবান লোক নেই
সব মূর্খ নীচ বোকা
প্রতিটি ছাত্র দাগি অপরাধী
প্রতিটি শ্রমিক ক্রীতদাসের প্রতীক
প্রতিটি বৃষ্টি সকাল রক্তের ফোঁটা
আকাশ এখন প্রতিবাদে মুখর
আকাশ এখন তিতলি ঝড়ে সন্ত্রস্ত
এখন আকাশ এমন।।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here