রাজশাহীর দূর্গাপুর উপজেলার জয়কৃষ্টপুর এলাকার একটি বাগান থেকে অজ্ঞাত এক ব্যাক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে স্থানীয় এলাকাবাসী বাগানে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ জানায়, গত ২/৩ দিন পূর্বে ওই অজ্ঞাত ব্যাক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে নিহতের লাশ বসত্মাবন্দি করে এই বাগানে ফেলে রাখা হয়েছে। এই বিষয়ে দূর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আকবর হোসেন/রাজশাহী