মোহাম্মদ হোসেন, হাটহাজারী(চট্রগ্রাম)

নানা সমস্যা ও প্রয়োজনীয় উপকরণের অভাব, মূল্য বৃদ্ধি, চরম আর্থিক সংকট ও তৈরী পণ্যের চাহিদা কম সহ বিভিন্ন প্রতিকূলতার কারণে বাংলার স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী কামার শিল্প আজ হারিয়ে যেতে বসেছে। একসময় হাটহাজারী উপজেলার তৈরীকৃত দ্রব্যাদি দিয়ে দেশের বিভিন্ন জেলায় রপ্তানী হতো।

উপজেলা সদর বাজার,চৌধুরীহাট,নাজিরহাট,আমান বাজারসহ উপজেলার প্রায় একাধিক স’ানে ছোট বড় সকল হাট বাজারে প্রচুর কামার শিল্প গড়ে উঠেছিল। বর্তমানে কামার শিল্পে দুর্দিন নেমে এসেছে।

কামার শিল্পের দৈন্যদশা সম্পর্কে বাজারের নকুল কুমার বলেন, ‘‘পুঁজির অভাব, প্রয়োজনীয় উপকরণ যেমন- লোহা, কয়লার দাম বেশি হওয়ায় মজুরীর দাম ওঠেনা। বেচা বিক্রিও কম। তাই অনেকেই এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছে। পৈত্তিক পেশা তাই ছাড়তে পারছিনা। আঁকড়ে ধরে আছি। সরকারী ও বেসরকারীভাবে প্রয়োজনীয় সহায়তা পেলে এ পেশার মাধ্যমে অনেক পরিবার স্বচ্ছল ভাবে চলতে পারত। অপর দিকে কামার শিল্প ফিরে পেত তার হারানো ঐতিহ্য।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here