তিন দিনের রাষ্ট্রীয় সফরে মিয়ানমার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মিয়ানমারের রাজধানী নেপিতাওয়ের উদ্দেশে রওয়ানা হবেন তিনি।

মিয়ানমান সফর শেষে গণতন্ত্রবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালি যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই সফরে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তন, কৃষি ও জ্বালানিখাতে সহাযোগিতা, নৌ-সীমা নিয়ে দ্বন্দ্ব নিরসন এবং বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে।

এছাড়া অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে সূত্র জানিয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here