দাগ ৮১
সেদিন প্রথম তোমার উষ্ণতা অনুভব করেছি
সেদিন প্রথম তোমাকে ছুঁয়ে দেখেছি
সন্ধ্যারা সেকথা গোপন রেখেছে তোমার কাছে…
যে পথ ধরে তোমার ছায়া সঙ্গী হয়েছিলাম
সে পথের কথা আমাকে স্মরণ করিয়ে দেয়
বেসামালের মতো হেঁটে যাওয়া মানুষটি।
রাত্রি গভীর হলে তোমার অজান্তেই তুমি ঘুমিয়ে পড়ো
স্ট্রিট লাইটগুলো একাই জ্বলে পথচারীরা ঘুমিয়ে পড়েছে
আমি তোমার উষ্ণতা মাখি তোমার অলক্ষ্যে…