নিউজ ডেস্ক :: মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভবিষ্যতে গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারে জটিলতা হলে স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য দুই সংস্করণে নিজস্ব ওএস আনবে হুয়াওয়ে।
চীনে অপারেটিং সিস্টেমটির নাম ‘হংমেং ওএস’ হলেও বিশ্বজুড়ে পরিচিত হবে ‘হুয়াওয়ে এআরকে ওএস’ নামে। এরই মধ্যে চীনের মেধাস্বত্ব কার্যালয়ে ‘হংমেং ওএস’ এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসে (ইইউআইপিও) ‘হুয়াওয়ে এআরকে ওএস’ ট্রেড মার্কের জন্য আবেদন করেছে প্রতিষ্ঠানটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে হুয়াওয়ে জানিয়েছে, নতুন অপারেটিং সিস্টেমটি স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসেও ব্যবহার করা যাবে।