গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে চলতি মাসের ৫ আগষ্ট আন্দোলনরত অবস্থায় বাসায় আটকে রেখে সূর্য ও নাইম নামের দুই শিক্ষার্থীদের পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসি দাবিতে মিছিল করেছে শিক্ষার্থীরা ও অভিভাবকরা।

বৃহস্পতিবার দুপুরে হিলি পৌরসভা সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে মিছিলটি শেষ হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর ওই দিন বিকেলে হিলি শহরের বেশ কিছু স্থানে ভাংচুর,অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এসময় হিলির পৌর মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ করে দূবৃর্ত্তারা। একইদিন রাত ১১ টায় পৌর মেয়র জামিল হোসেন চলন্তর বাড়িতে আগুন নেভানোর কাজ করার সময় সূর্য ও নাঈম নামের দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন ফায়ার সাভির্স কর্মীরা।

বিক্ষোভ মিছিলে দাবিকরা হয়, ঘটনার দিন পৌর মেয়র জামিল হোসেন চলন্তর ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ পরিকল্পিত ভাবে ওই দুই শিক্ষার্থীকে আগুনে পুড়িয়ে হত্যা করা করেন।

মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আলী, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী,যুবদলের কাওছার আলী, বোয়ালদাড় ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শুভসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here