জহুরুল ইসলাম জহির, রংপুর
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা রংপুরের একটি আসনও হারাতে চাইনা। অন্য কাউকে ভাগ বসাতে দেবনা। রংপুরের একটি আসন হাত ছাড়া হলে আমাকে আত্মহত্যা করতে হবে। দুই নেত্রিকে বাদ দিয়ে দেশের জনগণ এখন আমাদের চাচ্ছে।
শুক্রবার রাতে স্থানীয় সার্কিট হাউজে তিস্তা অভিমুখে লংমার্চ সফল করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এর আগে তিনি রংপুর সার্কিট হাউজে পৌঁছালে তাঁকে রংপুর জেলা প্রশাসক বিএম এনামুল হকসহ দলের নেতা কর্মিরা ফুলের শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন।
জাপা চেয়ারম্যান এরশাদ বলেন, জাতীয় পার্টির জাগরন এসেছে। এজন্য আমরা ঠিক করেছি আগামী নির্বাচনে জাতীয় পার্টি একক ভাবে নির্বাচন করবে। সিলেটে টিপাইমূখ অভিমুখে আমাদের লংমার্চ সফল হয়েছে বলে তিনি দাবি করে বলেন, জনগণ আমাদের আন্দোলনে সাড়া দিয়েছে। তারা আমাদের আরেকবার দেশ শাসনের ভার দিতে চায়। আমাদের প্রতি জনসমর্থন সারা দেশজুরে বাড়ছে। আগামীতে আমাদের আর ঠেকাতে পারবেনা।
জাপা চেয়ারম্যান এরশাদ বলেন, আর বিভেদ নয়। রংপুরকে শক্ত খুঁটির মধ্যে দাঁড় করাতে হবে। তিনি বলেন, আমার জীবন থাকতে রংপুরকে কারো হাতে তুলে দেয়া যাবেনা। যদি হাত ছাড়া হয় তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে।
এসময় দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জাপা প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা, পৌর মেয়র আব্দুর রউফ মানিক, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, দপ্তর সম্পাদক খুরশিদ আলম, যুব সংহতির জেলা সভাপতি ইয়াছির আহমেদসহ শতাধিক দলীয় নেতা কর্মি।