গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ও সাপ্তাহিক ছুটি থাকায় দুই দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশে মধ্য আমদানি রপ্তানি শুরু হয়েছে। তবে দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।
আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দুই দিন বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিলো। আজ শনিবার ৩০ সেপ্টেম্বর সকালে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে শুরু হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এর ওসি শেখ আশরাফুল জানান,দুই দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।