আ হ ম ফয়সল, ঢাকা
আজ বুধবার (১ ফেব্রুয়ারি) থেকে রাজধানীতে শুরু হয়েছে দুইদিন ব্যাপী জাতীয় কবিতা উৎসব ২০১২। ‘কবিতা শোণিতে, স্বপ্নের ধ্বনিতে’ এই শ্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কেন্দ্রিয় লাইব্রেরি চত্বরে শুরু হয়েছে এ উৎসব।
জাতীয় কবিতা পরিষদের আয়োজনে উৎসবের শুরুতে আয়োজক কবীরা সমবেত ভাবে জাতীয় করি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদীন, শিল্পি কামরুল হাসানের সমাধি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষপস্তবক অর্পণ করেন।
উৎসবের উদ্বোধন করেন বরেণ্য কবি সৈয়দ শামছুল হক। হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হারিসুল হক, মুহাম্মদ সামাদ, তারিক সুজা, রবিউল হুসাইন, আসলাম সানী প্রমূখ।
জাতীয় কবিতা উৎসবে কবিতা পাঠ পর্বকে ৯টি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি পর্বে দেশ-বিদেশের বিভিন্ন কবিরা কবিতা আবৃত্তি করে শুনাবেন।