নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী বলেছেন, যে সকল কর্মকর্তারা সিটি করপোরেশনের অর্থ আত্মসাত করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি দুর্নীতির কারনে সার্ভেয়ার হাফিজকে শোকজ করেন এবং তার কাজ বন্ধ করে দেন। মঙ্গলবার ২৫ ও ২৩ নং  ওয়ার্ড এলাকা ঘুরে এসে কদম রসুল কার্যালয়ে বসে দীর্ঘ দিনের অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু করেন। তিনি দীর্ঘ ২২ বছরের দুর্নীতির হিসাব চেয়ে তদন্ত করছেন। এ সময় সার্ভেয়ার হাফিজের দুর্নীতির কারনে তাকে শোকজ করেন এবং তার ডিওটি বন্ধ করে দেন। তিনি ৬ মাসের মধ্যে সকল দুর্নীতির বিচার করে দুর্নীতি মুক্ত সিটি করপোরেশন করার আশ্বাস দেন।

দীর্ঘ দিন যাবত কদম রসুল পৌরসভা থাকাকালীন সময় থেকে সিটি করপোরেশন হওয়ার পরেও কদম রসুল কার্যালয়ে জন্ম নিবন্ধনসহ বিভিন্ন খাতে দুর্নীতি চলে আসছিল। এ দুর্নীতির সংবাদ বার বার পত্রিকায় প্রকাশ পেলেও তৎকালীন প্রশাসক কোন ব্যবস্থা না নিয়ে নগরবাসীকে হয়রানি করে গেছেন। সিটি করপোরেশন হওয়ার পরে নির্বাচনে জন প্রতিনিধি নির্বাচিত হয়। নির্বাচনের পর এ কার্যালয়ের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সিটি মেয়র ডাঃ আইভী তা নিয়ে তদন্ত শুরু করেন। তদন্তে কিছু দুর্নীতির প্রমান পেয়ে তিনি এখন দীর্ঘ ২২ বছরের দুর্নীতির তদন্ত শুরু করেছেন। তিনি কদম রসুল কার্যালয়ে আসার আগে লক্ষনখোলা এলাকা ও আকিজ সিমেন্ট কর্তৃক সিটি করপোরেশনের ৭২ শতাংশ ভূমি বালু ভরাট করে জবর দখল করে রাখা এলাকা পরিদর্শন করেন এবং তা দ্রুত উদ্ধারের প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন জনগন আমাকে নির্বাচিত করেছে জনগনের সম্পদ রক্ষার জন্য আমি তা পুংখানুভাবে পালন করব। আমি সিটি করপোরেশনর বেহাত হয়ে যাওয়া সম্পত্তি পুনঃ উদ্ধার করব। ৬ মাস পূর্বে আকিজ সিমেন্ট কোম্পানী কদম রসুল ডিগ্রী কলেজের পশ্চিম পাশের ৭২ শতাংশ সম্পত্তি প্রভাবশালীদের ম্যানেজ করে জবর দখল করে। ঐ সময় পৌরসভার কর্মচারীরা বাধা দিলে তাদের মারধর করে।

মেয়র কদম রসুল কর্যালয়ে তদন্ত করার সময় ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধান, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ও ১৯,২০,২১ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর রেদওয়ানা হক সুমী উপস্থিত ছিলেন। পরে তিনি কদম রসুল কার্যালয়ে এবং ১৯ নং ওয়ার্ডের শান্তি নগরে দুস্তদের মাঝে কম্বল বিতরন করেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here